শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মধ্যরাতে অসহায়দের সাহায্য করলেন রুবেল

স্পোর্টস রিপোর্টার : করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ক্রীড়াঙ্গনের অনেকেই এগিয়ে এসেছেন। অসহায়দের সাহায্যে দান করেছেন লিওনেল  মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ইব্রাহিমোভিচ, পেপ গার্দিওলা, রজার ফেদেরারসহ অনেকে। এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। ইতিমধ্যে ২৭ ক্রিকেটার ২৬ লাখ টাকার একটি তহবিল গঠন করেছেন। এর বাইরেও ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের সাহায্য করছেন অনেক ক্রিকেটার। যাদের মধ্যে অন্যতম পেসার রুবেল হোসেন। করোনভাইরাসের সংক্রামণ এড়াতে বিভিন্ন জায়গা লকডাউন করা হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়ছেন খেটে খাওয়া মানুষগুলো। তাদের পাশে দাঁড়িয়েছেন এই পেসার। রুবেল হোসেনের  ফেসবুক পোস্টবুধবার মধ্যরাতে অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসেন রুবেল। সেই ছবি নিজের ভেরিফাইড ফেসবুক  পেজে পোস্ট করে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রুবেল। তিনি বলেন, ‘এখন আতঙ্কিত হওয়ার সময় নয়, এখন সময় নিজেকে সুরক্ষিত রেখে আশপাশের মানুষজনকে সাহায্য করার। আসুন না, এই দুর্যোগে আমরা যে  যেভাবে পারি, সেভাবে অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। কিছুদিন আগে করোনাভাইরাস নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের উপর ক্ষোভ প্রকাশ করে একটি বার্তা দিয়েছিলেন রুবেল। লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের মধ্যে যারা কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনাভাইরাস বলে আখ্যায়িত করেন তিনি। রুবেল লিখেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০-১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ! মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে তারাই আসলে  দেশের করোনাভাইরাস।’

অনলাইন আপডেট

আর্কাইভ