শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

চট্টগ্রাম মহানগরীতে ১০ হাজার কুকুরকে টিকা প্রদান

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর, সীভিল সার্জন কার্যালয়ের উদ্যাগে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির মধ্যে গত ৫ দিনে ১০ হাজার ৯১৮টি কুকুরকে জলাতঙ্ক ঠিকা প্রদান করা হয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডে ৪৫টি টিম সদস্য ৯০ জন, সার্ভেয়ার ৪৫ জন, টিকা প্রদানকারী ৪৫, লোকাল ৪৫ জন এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। শনিবার ৫ দিনের এই কর্মর্সূচির কার্যক্রম শেষ হয়। প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকারের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এই কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি নিশ্চিত করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ