শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ফরিদপুর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য মাস্ক বিতরণ

ফরিদপুর সংবাদদাতা : মানুষের করোনা ভাইরাসের ভয়কে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ী যখন মাস্ক হ্যান্ড স্যানিটাইজার এর মূল্য বৃদ্ধি করে দিয়েছে তখন এক ব্যাবসায়ী ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য মাস্ক বিতরণ করেছেন। সোমবার দুপুরে ফরিদপুর মুসলিম মিশন কলেজের ৪ শতাধীক শিক্ষার্থীর মাঝে বিনামূল্য এই মাস্ক বিতরণ করেন এফএমএমজি ফ্যাশন হাউস এর স্বত্বাধিকারী তরুণ উদ্যাক্তা আমিনুল ইসলাম। এসময় করোনা প্রতিরাধ সচেতনতা বদ্ধিমুলক লিফলটও বিতরণ করা হয়। এসময় কলেজ অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, শিক্ষক মনিরুল ইসলাম, ইয়াসিন আীল খান, সাংবাদিক তরিকুল ইসলাম হিমল প্রমুখ উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম জানান, তিনি এই কলেজের ২০১২ ব্যাচের শিক্ষার্থী। বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে নাহ যাও পাওয়া যাচ্ছে তিনগুন চারগুন দামে বিক্রি হচ্ছে। তাই আমার মনে হয়েছে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য মাস্ক বিতরণ করি, কেননা অনেকেই এত দামের মাস্ক কিনতে পারবে নাহ, আবার ক্রয়ের সামর্থ থাকলেও অনেকে বাজারে পাচ্ছে নাহ। তিনি আরো জানান, তার এই ক্ষুদ্র উদ্যাগ যদি প্রতিষ্ঠিত ব্যবসায়ীগণ এগিয়ে আসেন তাহলে হয়ত দুষ্টু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে যাবে, সাধারণ মানুষ উপকার হবে। শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও তার মাস্ক বিতরণের কথা রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ