বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

করোনা প্রতিরোধে বিশ্বব্যাপী সহায়তার ঘোষণা আফগান তালেবানের

২০ মার্চ, ডন উর্দু, ডেইলি পাকিস্তান, সাফাকনা ডটকম, ডেইলি জাং : আফগান তালেবান করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে বিশ্বব্যাপী কাজ করছে এমন সংস্থাগুলো এবং তাদের এক্টিভিস্টদের সহায়তা করে ভাইরাসটি প্রতিরোধের ঘোষণা দিয়েছে।

তালেবান তার সংগঠনটির স্বাস্থ বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলেছে, সংগঠনটির আয়ত্বে থাকা সব এলাকায় ওষুধ, মেডিকেল সহায়তা এবং জরুরি নিত্যপণ্য সরবাহ করতে বলা হয়েছে। আরব টিভি, আল জাজিরা বিবৃতিতে আরও বলা হয়, ব্যবসায়ীদের উচিত ইসলামিক ও মানবিক দায়িত্ববোধ থেকে সঙ্কটের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাস মানুষের নাফরমানি এবং পাপের সাজা বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

আফগানিস্তানে এখনও পর্যন্ত করোনারভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ। আক্রান্ত কারও মৃত্যু হয়নি। 

অনলাইন আপডেট

আর্কাইভ