শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আইপিএল হলে খেলবেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে এখন চলছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে। এই পরিস্থিতিতে কার্যত বন্ধ রয়েছে সারা বিশ্বের ক্রীড়াঙ্গন। ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। করোনা পরিস্থিতির উন্নতি না হলে পিছিয়ে যেতে পারে আইপিএলের ত্রয়োদশ আসর। কিন্তু ১৬ই এপ্রিল যদি আইপিএল মাঠে গড়ায় সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা কি অংশগ্রহণ করবেন? এরই মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার আইপিএলে অংশ নিবেন বলে জানিয়েছেন তার ম্যানেজার। অস্ট্রেলিয়া ওপেনারের ম্যানেজার জেমস এরস্কিন স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আইপিএল হলে সানরাইজার্সের অধিনায়ক হিসেবে ওয়ার্নার তাঁর দায়িত্ব পালন করতে আসবেন। নির্ধারিত তারিখে টুর্নামেন্ট শুরু হলে ওয়ার্নার আইপিএল খেলবেন বলে ব্যাক্তিগতভাবে আমাকে নিশ্চিত করেছেন।’ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) করোনা আতঙ্কের মাঝে তাদের ক্রিকেটারদের আইপিএল খেলতে দেয়ার বিষয়টি বিবেচনাধীন রেখেছে।প্রয়োজনে অজি ক্রিকেটারদের আইপিএলে খেলতে না দেয়ার জন্য নির্দেশ দিতে পারে সিএ।’

অনলাইন আপডেট

আর্কাইভ