শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিডিআর বিদ্রোহ মামলার আসামীর মৃত্যু ঢামেকে

 

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী একজনের মৃত্যু হয়েছে। মৃত আনোয়ার হোসেন (৫৭) বিডিআর এর হাবিলদার ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম। তিনি আরও জানান, বুধবার কারাবন্দী আনোয়ার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন বলেন, ‘বাবার বিরুদ্ধে বিস্ফোরক মামলা ছিল। আমরা জানতে পারি, তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. খুরশিদ আলম বলেন, ‘বার্ধক্যের কারণে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকবার তাকে ঢাকা মেডিক্যালেও চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।’ 

অনলাইন আপডেট

আর্কাইভ