শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

করোনা ভাইরাস মোকাবিলা নয়, আল্লাহর কাছে আত্মসমর্থন করা উচিৎ -মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, অশ্লীলতা-বেহায়াপনাসহ অপরাধ প্রবণতা বৃদ্ধি ও জালেম শাসক কর্তৃক বিভিন্ন দেশে মুসলমানদের ওপর জুলুম-নির্যাতনের কারণে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। যা আল্লাহ তা’আলার গজব। আল্লাহর গজবের মোকাবিলা করার শক্তি কারোর নেই। আল্লাহর গজবের ক্ষেত্রে মোকাবিলা শব্দ প্রয়োগ আল্লাহর সাথে মোকাবিলা করার নামান্তর, যা চরম দৃষ্টতা। এ করোনা মহামারি থেকে উত্তরণে বিশ্ববাসীকে স্বীয় গুনাহের কাজ থেকে বিরত থেকে আল্লাহর কাছে আত্মসমর্থন ও ক্ষমা প্রার্থনা করা উচিৎ। কারণ অতীতে পাপ কাজে জড়িত থাকায় বিভিন্ন জাতির উপরে আল্লাহর গজব নেমে এসেছে। এসব গজবে কেউ ধ্বংস হয়েছে আবার কেউ তওবা করায় মুক্তি পেয়েছে। তিনি বলেন, দোয়া মোমিনের অন্যতম হাতিয়ার, দোয়ার মাধ্যমেই চলমান ও আসন্ন বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই প্রত্যেকেই ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে খালেস দিলে তাওবা-এস্তেগফার ও দোয়া অব্যাহত রাখুন। গতকাল বুধবার সকালে কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত ওলামাদের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী, মাওলানা হাজী ফারুক আহমাদ, মুফতি মজিবুর রহমান, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আ ফ ম আকরাম হুসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ