শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বগুড়ায় অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে হতাহত ৭

বগুড়া অফিস : বগুড়ার ধুনট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রেজাউল করিম (৪০) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার গোসাইবাড়ী থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা দুই শিশুসহ সাতজন যাত্রী নিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বথুয়াবাড়ি সেতু এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার রেজাউল করিম (৪০), ধুনট উপজেলার গোসাইবাড়ী গ্রামের আবু হুরাইরা (২৫), বানিয়াজান গ্রামের সেলিনা খাতুন (২৪), সাফিয়া খাতুন (৩৫), সুমি খাতুন (৩০)সহ অটোরিকশার সাত যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে রেজাউল করিম ও আবু হুরাইরার অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম মারা যান। ধুনট থানার ওসি  কৃপা সিন্ধু বালা বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ