বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ঘরোয়া সব খেলা স্থগিতের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টস রিপোর্টার: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের ঘরোয়া খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। করোনাভাইরাস আতঙ্কে একে একে বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক খেলাধুলা। এবার ঘরোয়া খেলাধুলাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সব ফেডারেশন ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে সভায় বসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। 

সেখানে খেলাধুলা চালিয়ে যাওয়ার অর্থ হয় না। সিদ্ধান্ত নিয়েছি, ৩১ মার্চ পর্যন্ত ঘরোয়া এবং ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক খেলাধুলা বন্ধ রাখার। আমি (প্রতিমন্ত্রী) ইতোমধ্যে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছি। বাফুফে চলমান স্কুল ফুটবল আজ (সোমবার) থেকেই বন্ধ করবে এবং প্রিমিয়ার লিগও বন্ধ করবে। ক্রিকেট বোর্ডের  সভাপতি বিষয়টি নিয়ে বসবেন আজই।’ সভা শেষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর জানান, মন্ত্রী বিশ্বের বিরাজমান পরিস্থিতির কারণে সব খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। আপাতত সব খেলা তাই বন্ধ থাকবে। এদিকে প্রতিমন্ত্রীর নির্দেশের পরপরই  বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ১৩টি ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে চলমান দেশের সর্বোচ্চ লীগ ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ,মহিলা ফুটবল লীগ ও জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলাগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দীন সুজন বলেছেন,‘বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে অবস্থা, আমাদের সভাপতি আগেই বলেছেন যে, সরকার যে নির্দেশনা দেবে আমরা সেটা অনুসরণ করব।’ 

অনলাইন আপডেট

আর্কাইভ