শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

করোনা আক্রান্তদের জন্য হাসপাতাল বানাবেন রোনালদো

পর্তুগালে অবস্থিত ক্রিশ্চিয়ানো রোনালদোর দু’টি বিলাসবহুল হোটেলকে অস্থায়ী হাসপাতালে রূপান্তরিত করা হবে। করোনা ভাইরাস মোকাবিলায় অনন্য নজির স্থাপন করতেই রোনালদো তার হোটেল দু’টিকে হাসপাতাল বানানোর ঘোষণা দেন বলে জানিয়েছে স্পেনের শীর্ষস্থানীয় পত্রিকা মার্কা।

হোটেল দু’টিকে অস্থায়ী হাসপাতাল বানানোর পর যাবতীয় খরচ বহন করবেন রোনালদো নিজেই। রোগী, চিকিৎসক ও নার্সসহ সবার সবরকম খরচও তিনি বহন করবেন। পর্তুগালের করোনা ভাইরাস আক্রান্তরা এই দু’টি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। মায়ের চিকিৎসার জন্য রোনালদো পর্তুগালের মাদেইরাতে এসেছিলেন। তিনি আর ইতালিতে ফেরেননি। আপাতত জন্মস্থান মাদেইরাতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

ইতোমধ্যে পর্তুগালেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। রোনালদো তাই নিজের সাধ্যের মধ্যে যতটুকু করার করতে চান। লিসবন এবং মাদেইরাতে রোনালদোর যে দুটি হোটেল রয়েছে সেগুলি বিলাসবহুল। তবে রোনালদো এমন দুর্যোগের সময় দেশের মানুষের পাশে থাকতে দুটি হোটেল হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ