শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মধ্যে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা পেয়েছিল

মো. আবদুল জব্বার, বাঁশখালী (চট্টগ্রাম): জাতির পিতার ৭ই মার্চের ভাষনের মধ্য এদেশের ৭ কোটি মানুষ স্বাধীনতা সংগ্রামের প্রেরণা পেয়েছিল। যার ফলে নিরস্ত্র মানুষ পাক হানাদারের উপর ঝাঁপিয়ে পড়ে স্বাধীন করতে সক্ষম হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত হবে এদেশ। কেউ অন্যায় এবং দুর্নীতি করে রেহায় পাবে না এবং কোন মানুষ গৃহহীন থাকবে না। শনিবার (৭ মার্চ) বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অধ্যাপক শেখ ফরিদুল আলম, অধ্যাপক বিকাশ রঞ্জন ধর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরওয়ার কামাল, দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. আ.ন.ম. শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশীদ, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, মাস্টার শামশুল আলম ছিদ্দিকী, ভূপাল বড়ুয়া, তপন দাশগুপ্ত, এড. তোফাইল বিন হোছাইন, মো. হামিদ উল্লাহ, মাওলানা আক্তার হোসাইন, নাঈমুল উদ্দিন মাহফুজ, মিজান সিকদার, ইমরুল হক চৌধুরী ফাহিম, আতিকুর রহমান টিপু, শহিদুল আলম, সাইদুর রহমান প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ