শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফটিকছড়িতে ভেজাল পণ্য তৈরির কারখানার সন্ধান ॥ আটক ১

ফটিকছড়ি(চট্টগ্রাম)সংবাদদাতা: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি আবাসিক কোয়াটারে অভিযান চালিয়ে নকল ও ভেজাল পণ্যের কারখানা আবিষ্কার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। এসময় কারখানার মালিক ছালেহউদ্দিনকে (৩৫) আটক এবং বিপুল পরিমাণ ভেজালকৃত পণ্য ও সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করা হয়। ১১ মার্চ উপজেলার রাঙ্গামাটীয়া এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদুল আরেফিনের নেতৃত্বে এ ভেজাল পণ্যের কারখানায় অভিযান পরিচালনা করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদুল আরেফিন আটককৃত কারখানার মালিক ছালেহ উদ্দিনকে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত আদেশ প্রদান করেন। আটককৃত কারখানার মালিক ছালেহ উদ্দিন প্রশাসনকে জানায়, সে গেল দুই বছর যাবৎ কুমিল্লার বিসিক এলাকা থেকে বিভিন্ন পণ্য এনে আকর্ষনীয় মোড়কে পুরিয়ে বাজারজাত করে আসছে। এসব ভেজাল ও নকল পণ্যের মধ্যে রয়েছে-সরিষার তেল, সয়াবিন তেল, ময়দা, আটা, সুজি, জুস ইত্যাদি। ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ বাবুল আকতার বলেন, উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া এলাকায় ভেজাল পণ্যের গোডাউনের তথ্য পেয়ে অভিযান চালিয়ে গোডাউনের মালিক মোঃ সালেহ উদ্দিনকে আটক করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেবের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে আসামীর ৬ মাসের কারাদণ্ড ও জব্দকৃত ভেজাল পণ্য ধ্বংস করার আদেশ প্রদান করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ