শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অস্বাভাবিক কেনাকাটা না করতে বরিস জনসনের অনুরোধ

৬ মার্চ, ডেইলিমেইল, সিএনএন, দি সান,আইটিভি : শপিংমলের স্টোরগুলোর তাক একের পর এক খালি করে ফেলছেন আতঙ্কিত ক্রেতারা। ব্রিটেনের ওষুধের দোকানে প্যারাসিটামল পর্যন্ত নেই। খাবারের দোকানগুলোর অবস্থা আরো খারাপ, ক্রেতা আছে পণ্য নেই। প্রধানমন্ত্রী বরিস জনসন তাই হাতজোড় করে ব্রিটিশ নাগরিকদের বলেছেন স্বাভাবিক কেনাকাটা করতে। এও বলেছেন আতঙ্কের কিছু নেই যতই পরিস্থিতি নাজুক হোক না কেনো।

আইটিভিকে এক সাক্ষাতকারে বরিস বলেন, ব্রিটেনে ব্যবসার সমর্থনে করোনাভাইরাস সংকটেও যা যা প্রয়োজন তা করা হবে। কিন্তু আতঙ্ক পেয়ে বসেছে দেশটির সাধারণ মানুষের মাঝে। হাত ধোঁয়ার সাবান, জেল, টয়লেট পেপার, টিনজাত খাবার, চাল, পাস্তা পর্যন্ত টেসকো, আসডা, মরিসননের স্টোরের তাক থেকে উধাও। উৎপাদকরা তাদের পণ্য উৎপাদন কয়েকগুণ পর্যন্ত বৃদ্ধি করেছে। সুপারমার্কেটগুলোতে বাড়তি হোম সার্ভিস দেয়ার চাপও বাড়ছে। ওকাডো ক্রেতাদের বলেই দিয়েছে অর্ডার পাওয়ার তিনদিন পর তাদের পক্ষে পণ্য সরবরাহ করা সম্ভব হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ