শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

গাজায় জনাকীর্ণ বাজারে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৯

৬ মার্চ,  আলজাজিরা: গাজা উপত্যকায় এক জনাকীর্ণ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরো ৬০ জন। এদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বাজারের এক বেকারির দোকানে গ্যাস বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত। এ খবর দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপত্যকাটির মধ্যাঞ্চলে অবস্থিত নুসেইরাত শিবিরের এক বেকারিতে বিস্ফোরণের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাজার সংলগ্ন দোকান, কারখানা, গাড়ি ও ভবনগুলোতে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেকারির ভেতরে গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটে।  ওই বেকারির পার্শ্ববর্তী একটি মোবাইল ফোনের দোকানের মালিক ইশাক কুহেইল জানান, মানুষজন বিস্ফোরণের আওয়াজ শুনে সেদিকে ছোটাছুটি শুরু করে। তখনই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এটা ভয়াবহ ছিল। আমি কখনোই এরকম কিছু দেখিনি। অপর এক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহমুদ জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকা-ে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ