বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

বগুড়া-১ আসনে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী জাকির

বগুড়া অফিস : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গত সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নির্বাচনী  বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাংবাদিকদের সামনে বগুড়া-১ আসনে সোনাতলা উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা বি,এন,পির আহ্বায়ক কমিটির সদস্য এ,কে,এম আহ্সানুল তৈয়ব জাকিরের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাকির সোনাতলা সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম জালাল উদ্দিন আকন্দ সোনাতলা সদর ইউনিয়নের দুই দশক চেয়ারম্যান ছিলেন। তার মায়ের নাম মোছাঃ সুরাইয়া বেগম। আট ভাই-বোনের মধ্যে তিনি বাবা-মার তৃতীয় সন্তান। তিনি বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। আওয়ামীলীগের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। আগামী ২৯ মার্চ এই আসনে ভোট গ্রহণ করা হবে। মনোনয়ন পত্র দাখিল করা যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। যাচাই-বাছাই করা হবে ১ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত।  মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে ৯ মার্চ। আসনটিতে ৩ লাখ ৩১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সারিয়াকান্দিতে ১ লাখ ৭৭ হাজার এবং সোনাতলায় ১ লাখ ৫৩ হাজার ৫ শ’ ৬৭।

অনলাইন আপডেট

আর্কাইভ