বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

দুই বিশ্ববিদ্যালয়কে ২০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জরিমানার টাকা বাংলাদেশ বার কাউন্সিলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এই জরিমানার টাকা কোনোভাবেই যেন শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা না হয় সেজন্য তাদের সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা অমান্য করে আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় এই জরিমানা করা হয়েছে।
চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ভিসি ও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভিসির উপস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। আদালত বলেছেন, টাকা জমা দেয়ার রশিদ দেখালে সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীকে ২৮ ফেব্রুয়ারি বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ