শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিশেষ ক্রীড়া উৎসবে সুইড বাংলাদেশ চ্যাম্পিয়ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) আয়োজিত বিশেষ শিশু-কিশোরদের ‘বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ক্রীড়া উৎসব-২০২০’ গতকাল রোববার শেষ হয়েছে। এবারের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুইড বাংলাদেশ (সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসঅ্যাবল্ড)। রানার্স-আপ হয়েছে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি)।

গতকাল প্রতিযোগিতার শেষ ইভেন্ট ফুটবল অনুষ্ঠিত হয়। ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সুইড বাংলাদেশ। রাজধানীর সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সুইড বাংলাদেশ ১-০ গোলে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতিকে পরাজিত করে। সুইড বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন দিপু। দৃষ্টি প্রতিবন্ধীদের ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে জুলেখা চ্যাম্পিয়ন হয়েছেন। ছেলেদের ৫০ মিটার হুইল চেয়ার দৌড়ে সৌরভ চ্যাম্পিয়ন হয়েছেন। আর মেয়েদের ৭৫ মিটার হুইল চেয়ার দৌড়ে প্রথম হয়েছেন রত্না। তাদেরকে ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ