বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধীদলের সকল নেতা-কর্মীর মুক্তি দাবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি নজরুল ইসলাম বলেছেন, সরকার চালাতে ব্যর্থ হয়ে মহাজোট সরকার বেসামাল হয়ে পড়েছেন। মামলা, হামলা ও খুন করে জামায়াতসহ বিরোধী দল দমনকেই সরকার একমাত্র এজেন্ডা হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে আটাশে অক্টোবরের হত্যাকাণ্ডসহ সকল খুনের মামলা এবং অন্যান্য ফৌজদারী ও দুদকের মামলা প্রত্যাহার করা হয়েছে। অন্য দিকে জামায়াত ও বিএনপিসহ বিরোধী দলীয় অসংখ্য নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা হচ্ছে। জামায়াতের পাঁচ শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মো: কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। দলীয় প্রসিকিউটর, দলীয় তদন্ত কমিটি এবং প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনালের মাধ্যমে সরকার ইতিহাসের জঘন্যতম অবিচারের পথ বেছে নিয়েছে। আটাশে অক্টোবরের জঘন্য হত্যাকাণ্ডের আদলে লগি-বৈঠার তাণ্ডবে নৃশংসভাবে খুন করা হয়েছে সানাউল্লাহ নূর বাবুকে। এভাবে মামলা, হামলা ও খুনের রাজনীতি করে এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার দেশকে আগ্রাসী শক্তির বিচরণ ক্ষেত্র বানাতে চায়। কিন্তু দেশপ্রেমিক ও ইসলামী জনতার বাঁধভাঙ্গা জোয়ারের মুখে সরকারের শেষ রক্ষা হবে না ইনশাআল্লাহ। সম্প্রতি তিনি জামায়াতে ইসলামী ডবলমুরিং থানা জামায়াতের সদস্যদের মাসিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। থানা আমীর ফারুকে আজমের সভাপতিত্বে থানা কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ডাক্তার মুহাম্মদ ছিদ্দিকুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ। কক্সবাজার জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান বলেছেন, ধর্ম নিরপেক্ষতার নামে আ'লীগ সরকার ইসলাম নির্মূলের অভিযানে নেমেছে। সংসদকে পাশ কাটিয়ে সংবিধান পুনঃমুদ্রণের মাধ্যমে দেশ থেকে ইসলামী রাজনীতি নিষিদ্ধের চক্রান্ত করছে। নিরপরাধ ইসলামী ব্যক্তিত্বদের গ্রেফতার, অপপ্রচার ও তাদের চরিত্র হননের মাধ্যমে সাম্রাজ্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বরকে তারা স্তব্ধ করে দিতে চায়। তিনি গত ১৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সরকারের জুলুম- নির্যাতন, নেতৃবৃন্দের চরিত্র হনন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং শীর্ষ নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবীতে জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। শহর আমীর শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য এডভোকেট ছালামতুল্লাহ। বক্তব্য রাখেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর, শহর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরী, সেক্রেটারি আলহাজ্ব সাইয়েদুল আলম, সহ সেক্রেটারি জাহেদুল ইসলাম, এডভোকেট ফিরোজ আহমদ, নুরুল আমিন, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার শহর সভাপতি মোস্তাক আহমদ প্রমুখ। মাদারীপুর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী মাদারীপুর পৌর শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার মাদারীপুর ইসলামী একাডেমীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারের জুলুম নির্যাতন, নেতৃবৃন্দের চরিত্র হনন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদ ও শীর্ষ নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুস সোবহান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এ কে এম ইয়াদুল হক। বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা নূরুল ইসলাম, ফ ম আয়ুব আলী। সভায় সভাপতিত্ব করেন পৌর আমীর ডাঃ আবদুস সোবাহান চোকদার। মাগুরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে স্থানীয় আল-আমীন কমপ্লেক্স মিলনায়তনে গত ১৪ অক্টোবর সরকারের জুলুম নির্যাতন বন্ধ ও নেতৃবৃন্দের চরিত্র হনন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে ও শীর্ষ নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির এবং বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আমীর আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, শিবিরের জেলা সভাপতি আকিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপক সাইদ আহমদ বাচ্চু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক এমবি বাকের, অধ্যাপক আশরাফ হুসাইন, জাহাঙ্গীর খান প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ