শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

এদেশে সাম্প্রদায়িক সম্প্রিতির ঐতিহ্য হাজার বছরের

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাতকানিয়া লোহাগাড়া আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম এমপি বলেছেন, প্রত্যেক ধর্মের মূল কথা হল অদৃশ্য একক শক্তিতে অবিচল বিশ্বাস। প্রত্যেক ধর্মে পরকালীন জবাবদিহিতার ব্যাপারে সতর্ক করা হয়েছে। আর ধর্মের পূর্ণ অনুসরণকারী প্রত্যেক ব্যক্তি উপরওয়ালার জবাবদিহিতাকে ভয় করে বিধায় কোন দুর্নীতি, অন্যায়, অপরাধ ও অবৈধ কাজের সাথে নিজেকে জড়াতে পারে না। তিনি আরো বলেন, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হাজার বছরের। যারা এ ধারাবাহিকতাকে ভেঙ্গে দিয়ে সাম্প্রদায়িক বীজের অংকুর আবিষ্কার করতে চায় তারা মূলত এদেশের শান্তিশৃংখলা বিনষ্টের গভীর ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে ধর্মপ্রাণ জনগণকে চোখ কান খোলা রাখতে হবে। তিনি গত শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উৎসবে লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এলডিপি নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ, ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, থানা পুলিশ পরিদর্শক মনজুরুল কাদের, কলাউজান ইউপি চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন কুমার, সেক্রেটারি মস্টার প্রদীপ কুমার, জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক মোঃ হাসান, কাজী মাওলানা নুরুল আলম, মাস্টার মোবারক আলী প্রমুখ। অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিল না। যুগে যুগে আল্লাহদ্রোহী শক্তি মুসলমানদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। এসব ষড়যন্ত্রের জাল ছিন্ন কর আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রকৃত ঈমানদাররা কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতাই আজ আমাদের এই প্রিয় মাতৃভূততে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের গ্রেফতার করে নিশ্চিহ্ন করে দেয়ার প্রস্তুতি চলছে। এ দেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতা তাদের কোন ষড়যন্ত্র বাংলার বুকে সফল হতে দিবে না। লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে বক্তারা উপরোক্ত কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বড়হাতিয়া জামায়াতের আমীর মাওলানা ফেরদৌস কোরেইশির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন। বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা সোলায়মান, জালাল উদ্দিন, মোহাম্মদ এরফান ও নুরুল ইসলাম প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ