বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আনোয়ারায় বন্য হাতির তাণ্ডব এক মহিলার মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: আনোয়ারায় বন্য হাতির আক্রমণে দেবী রানী দে (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিলা উত্তর গুয়াপঞ্চক গ্রামের হিন্দুপাড়ার ডাক্তার অরুন কান্তি দে এর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে দেয়াং পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে বন্য হাতি বাড়ির আশেপাশে তাণ্ডব চালালে ভয়ে তাড়াহুড়ো করে পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বাহিরে হয়ে রাস্তায় চলে যায়। পরে দেবী রাণী ঘর বের হয়ে যাওয়ার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে বন্য হাতিগুলো দুই বছর ধরে দেয়াং পাহাড় এলাকায় অবস্থান নিয়ে এলাকায় ক্ষতিসাধন করে যাচ্ছে। স্থানীয়দের জানমালের নিরাপত্তা ও ক্ষতিগ্রস্ত সম্পদ রক্ষায় বন বিভাগকে লিখিতভাবে বার বার জানানো হলেও হাতিগুড়ো তাড়ানোর জন্য কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। দেয়াং পাহাড়ে অবস্থান নেওয়া বন্য হাতিগুলো ঘুম হারাম করে দিয়েছে এলাকাবাসীর। সন্ধ্যা নামলেই হাতিগুলো নেমে আসছে লোকালয়ে। এতে সবচেয়ে বেশি আতঙ্ককের মধ্যে থাকে দেয়াং পাহাড় সংলগ্ন কয়েকটি গ্রামের হাজার হাজার জনসাধারণ। গুয়াপঞ্চক গ্রামের বাসিন্দা ফরহাদুল ইসলাম জানান, আর কত প্রাণ গেলে বনবিভাগের টনক নড়বে, মানুষের দাম কি হাতির চেয়ে কম। কোরিয়ান শিল্প জোনের সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, বন্য হাতির তান্ডবে কেইপিজেড এর প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ