বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর ওপর গ্রেনেড হামলায় আহত ৪

২ ফেব্রুয়ারি, এনডিটিভি, পিটিআই : কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর গ্রেনেড হামলা হয়েছে।

নগরীর লাল চকে রোববারের এ হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ চার জন আহত হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে।

এক টুইটে কাশ্মীর জোনের পুলিশ এ হামলার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। এ হামলায় আহত অপর দুই জন বেসামরিক বলে জানিয়েছে তারা।

প্রতাপ পার্কের কাছে নগরীর কেন্দ্রস্থলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেডটি ছোড়া হয় বলে খবর হয়েছে। গত বছর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এই এলাকাটি নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি ও বিধিনিষেধের মধ্যে আছে। 

গ্রেনেড বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে ঘটনাস্থলের কাছে রোববারের অস্থায়ী মার্কেটে আসা ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। 

গত বছরের ৫ অগাস্ট ভারতের রাষ্ট্রপতির জারিকৃত আদেশে দেশটির সংবিধানের ৩৭০ ধারা রদ করে বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে জম্মু ও কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা উচ্চ সতর্কাবস্থায় আছে। ৩১ অক্টোবর রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুটি অঞ্চলে ভাগ করা হয়, এর একটি জম্মু ও কাশ্মীর এবং অপরটি লাদাখ।

অনলাইন আপডেট

আর্কাইভ