শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে হত্যা বেড়েই চলেছে -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

গত এক সপ্তাহে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) কর্তৃক ৭ জন বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা শূন্যের কোটায় নিয়ে আসার ব্যাপারে ভারত সরকার বার বার ওয়াদা করা সত্ত্বেও তা কার্যকর হচ্ছে না। পাখির মত বাংলাদেশী নাগরিকদের গুলী করে হত্যা করা হচ্ছে। সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই এ হত্যাকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশী নাগরিকদের কেউ অপরাধ করলে তাকে আইন অনুযায়ী শাস্তি দেয়া যেতে পারে। কিন্তু গুলী করে হত্যা করার অধিকার কারো নেই। আমরা মনে করি এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কড়া প্রতিবাদ জানানো উচিত। তাই অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ