বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারালে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : প্রথমবারের মত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ প্রথম ম্যাচ। এর আগে কখনোই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেনি দু’দল। তিনটি দ্বিপাক্ষিক সিরিজে ১টি করে ম্যাচ খেলেছে তারা। এরমধ্যে দু’টিতে পাকিস্তান ও একটিতে জয় পায় বাংলাদেশ। ২০১৫ সালে দেশের মাটিতে একমাত্র টি- টোয়েন্টি সিরিজটি জিতেছিলো বাংলাদেশ। ঐ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো মাশরাফি বিন মতুর্জার নেতৃত্বাধীন দলটি। পাকিস্তান দু’টি সিরিজের একটি জিতেছে দেশের মাটিতে, অন্যটি বাংলাদেশের মাটিতে। ২০০৮ সালে দেশের মাটিতে ও ২০১১ সালে বাংলাদেশের মাটিতে এক ম্যাচের সিরিজ জিতে পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। ১০বারের দেখায় ৮বার জিতেছে পাকিস্তান। দু’বার জয় বাংলাদেশের। টাইগারদের দু’টি জয়- ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজে এবং ২০১৬ সালে দেশের মাটিতে এশিয়া কাপে। প্রথমটি ৭ উইকেটে ও এশিয়া কাপে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই র‌্যাংকিং-এর সপ্তমস্থানে উঠবে বাংলাদেশ। ২-১ ব্যবধানে জিতলেও র‌্যাংকিং-এ কোন উন্নতি হবে না টাইগারদের। নবমস্থানেই থাকবে তারা। তবে ৬ রেটিং বাড়বে বাংলাদেশের। কিন্তু এই সিরিজে অন্তত এক ম্যাচ হারলেই শীর্ষস্থান হারাবে পাকিস্তান। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংএ ২৭০ রেটিং নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে পাকিস্তান। ২২৭ রেটিং নিয়ে র‌্যাংকিংএ নবম স্থানে বাংলাদেশ। ২৬৯ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাই পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়ার রেটিং ব্যবধান মাত্র ১। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারলে র‌্যাংকিং-এ সপ্তমস্থানে উঠবে বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং হবে ২৩৭। ফলে অষ্টম ও নবমস্থানে নেমে যাবে যথাক্রমে- আফগানিস্তান ও শ্রীলংকা। আফগান-লংকানদের রেটিং হবে ২৩৬ করে। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলে র‌্যাংকিংএ উন্নতি হবে না বাংলাদেশের। নবম স্থানেই থাকবে তারা। তবে ৬ রেটিং বাড়বে টাইগারদের। তখন রেটিং হবে ২৩৩। তবে অন্তত ১টি ম্যাচ জিতলে, অর্থাৎ ২-১ ব্যবধানে সিরিজ হারলেও রেটিং বাড়বে বাংলাদেশের। তখন রেটিং হবে ২২৯। আর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলে রেটিং কমবে বাংলাদেশের। তখন তাদের রেটিং হবে ২২৫। অপরদিকে, শীর্ষস্থান ধরে রাখতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা ছাড়া কোন উপায় নাই পাকিস্তানের। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে ২৭১ রেটিং হবে পাকিস্তানের। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও শীর্ষস্থান হারাবে পাকিস্তান। ২৬৮ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে যাবে পাকিস্তান। ২৬৯ রেটিং নিয়ে শীর্ষে উঠবে অস্ট্রেলিয়া। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে দ্বিতীয়স্থানে থাকবে পাকিস্তান। তবে ইংল্যান্ডের সাথে তাদের রেটিং হবে ২৬৫। ৩-০ ব্যবধানে সিরিজ হারলে তৃতীয়স্থানে নেমে যাবে পাকিস্তান। তখন ২৬২ রেটিং হবে তাদের। দক্ষিণ আফ্রিকারও ২৬২ রেটিং। ভগ্নাংশের হিসেবে এগিয়ে তৃতীয়স্থানে থাকবে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘এই ফরম্যাটে পাকিস্তান দুর্দান্ত দল, এতে কোন সন্দেহ নেই। কিন্তু আমাদের পারফরমেন্সের দিকে চোখ দিলে বুঝা যাবে, আমরা দ্রুতই উন্নতি করছি। দেরিতে হলেও, এই ফরম্যাটে আমরা স্মরণীয় কিছু ম্যাচ জিতেছি। যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি। শুধুমাত্র আমাদের মোমেন্টামটা ধরে রাখতে হবে এবং সঠিক সময়ে আমাদের জ্বলে উঠতে হবে। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা বয়সভিত্তিক ও ঘরোয়া আসরে ভালো করেছে। বিপিএলে স্থানীয় ব্যাটসমস্যান ও বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমি বিশ্বাস করি, পাকিস্তানের সিরিজ জয়ের সামর্থ্য রয়েছে।’

অনলাইন আপডেট

আর্কাইভ