শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পরিচালনায় থাকছেন মাদুগালে

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাচ রেফারি হিসাবে থাকছেন ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের অভিজ্ঞ সদস্য রঞ্জন মাদুগালে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০২টি ম্যাচ পরিচালনা করেছেন শ্রীলঙ্কার মাদুগালে। তবে এবারই প্রথম পাকিস্তানে কোনো টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন তিনি। ৬০ বছর বয়সী মাদুগালে এর আগে পাকিস্তানে ১৫টি টেস্ট ও ২০টি ওয়ানডে পরিচালনা করেন। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে ম্যাচ রেফারি হিসাবে ছিলেন ডেভিড বুন (ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি, শ্রীলঙ্কা ওয়ানডে ও টি-টোয়েন্টি), জেফ ক্রো (শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট), অ্যান্ডি পাইক্রফট (শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট) এবং রিচি রিচার্ডসন (বিশ্ব একাদশের ম্যাচ)। পাকিস্তান-বাংলাদেশ সিরিজে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন স্বাগতিক দেশের আহসান রাজা, শোজাব রাজা। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহমেদ শাহাব, ফোর্থ আম্পায়ার তারিক রশীদ। ২৪শে জানুয়ারি লাহোরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে দুই দল। একই ভেন্যুতে ২৫ জানুয়ারি দ্বিতীয় ও ২৭ জানুয়ারি মাঠে গড়াবে তৃতীয় টি-টোয়েন্টি।

অনলাইন আপডেট

আর্কাইভ