শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পূর্বাশার প্লটে আকর্ষণীয় অফার

রিহ্যাব ফেয়ার উপলক্ষে ফেমিলিয়ার পীস ভ্যালী লিমিটেডের পূর্বাশা আবাসিক এলাকায় প্লট বুকিং দিলেই থাকছে কক্সবাজারে যাওয়া আসার বিমান টিকেট ফ্রি। কাঠা প্রতি কিস্তি মাত্র ৭ হাজার ৫০০ টাকা। আরও থাকছে আকর্ষণীয় উপহার সামগ্রী। রেডি প্লটে এখনই বাড়ি করার উপযোগী কাঠা প্রতি দাম মাত্র ৭ লাখ ৫০ হাজার টাকা। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কাঠা প্রতি ৫০ হাজার টাকা ছাড়। আর ৬০টি সহজ কিস্তিতে কাঠা প্রতি কিস্তি মাত্র ৭ হাজার ৫০০ টাকা মাত্র। এখানেও আছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৫০ হাজার টাকার বিশাল ছাড়। প্লট কিনলেই উপহার হিসেবে বিমান টিকেট ফ্রি। 

ঢাকার অতি সন্নিকটে পূর্বাচলের পাশেই ড্যাপের আওতায় এ গ্রুপের প্রথম প্রকল্পের অন্তর্ভুক্ত পূর্বাশা আবাসিক এলাকায় অবস্থান। পূর্বাশা আবাসিক এলাকায় ৩০০ ফুট প্রশস্ত এশিয়ান হাইওয়ের সাথে এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দন থেকে বাস বা সিএনজিতে মাত্র ৩০ মিনিটের পথ। উত্তরা ও মতিঝিল মেট্রোরেল স্টেশনসংলগ্ন যা বাস্তবায়ন হলে পূবাশা আবাসিক এলাকা থেকে মতিঝিল হবে মাত্র ৪৫ মিনিটের পথ। বাসা হবে পূর্বাশায় কিন্তু আপনি মেট্রোরেল উত্তরা স্টেশনের পাশেই আছেন। এ প্রকল্প এমনভাবে পরিকল্পিত, যেভাবে একজন সচেতন ও আধুনিক চিন্তা-চেতনা ধারণ করা রুচিশীল নাগরিক স্বপ্নঘেরা একটি নান্দনিক শহর কল্পনা করেন। আধুনিক শহরের সকল সৌন্দর্য্য আর চাহিদার অপূর্ব মিলনমেলার সংমিশ্রন থাকছে এ প্রকল্পে। পূর্বাশা আবাসিক এলাকায় টঙ্গি পৌরসভা এবং ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট বাইপাস মহাসড়কের সংযোগস্থল মিরের বাজার চৌরাস্তার পাশে অবস্থিত। উত্তরার উত্তরখান সংলগ্ন কিন্তু মূল্য একবারেই হাতের নাগালে। প্রস্তাবিত পাতাল রেলের প্রধান টার্মিনাল টঙ্গী রেল জংশন থেকে মাত্র ৩ কিলোমিটারের পূর্ব পাশে অবস্থিত। পূর্বাশা আবাসিক এলাকার পাশেই দেশশ্রেষ্ঠ নটরডেম কলেজের প্রস্তাবিত দ্বিতীয ক্যাম্পাস। এছাড়াও প্রকল্পে আছে স্কুল, কলেজ, মাদরাসা, শপিংমল, রেস্টুরেন্ট, আধুনিক জিম, কমিউনিটি সেন্টার, ব্যাংক, বীমা, লেক, পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য্যে মনোমুগ্ধকর পরিবেশে সুখ স্বাচ্ছন্দে নিরাপদ বাসস্থান মানুষের যুগ যুগান্তরের চাওয়া। সকলেই চায় নিজের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যানজট, শব্দদূষণ, গাড়ীর কালোধোঁয়ার ক্ষতিকর প্রভাবমুক্ত স্নিগ্ধ, নিরিবিলি, সুস্থ স্বাভাবিক শান্তির নীড়। পূর্বাচলের পাশে পূর্বাশা আবাসিক এলাকা একটি নাম, একটি বিশ্বাস ও আস্থার প্রতীক। আর এই বিশ্বাস, আন্তরিকতা ও প্রতিশ্রুতিকে পুঁজি করেই এ প্রকল্পের যাত্রা শুরু। এ প্রকল্প বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে যা গ্রাহকদের চাহিদাকেও কিছু কিছু ক্ষেত্রে হার মানিয়ে এগিয়ে চলেছে। উল্লেখযোগ্য পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে-প্রকল্পের ভিতরে ২০/৫০ ফুট প্রশস্থ রাস্তা, প্রশস্থ লেক, লেক সাইট পার্ক, গ্রিন জোন, ১০ ফুট ওয়াক-ওয়ে, আধুনিক ড্রেনেজ সিস্টেম পরিকল্পনাধীন রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ৪৮/এ-বি বাইতুল খায়ের (৭ ফ্লোর) সুইট-৭০৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন: ০২৪-৭১১২৪৪৮, ০১৬১৬-৩০৪০৫১-৫৩। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ