শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

বাংলাদেশ এখন বিশ্বের কাছে বিস্ময় -বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটা বিস্ময়। পোশাক শিল্পের পাশাপাশি জাহাজ নির্মাণ শিল্পেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পোন্নয়ন সকলের কাছে দৃশ্যমান হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামে বাংলাদেশের জাহাজ তৈরি শিল্প প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনের নির্মিত বৃহত্তম দুইটি জাহাজ ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কসকে হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশর বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক রয়েছে জাহাজ শিল্পের মাধ্যমে আরো মজবুত হবে। বাংলাদেশ-ভারত বাণিজ্য নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে। অথচ তারা বুঝতে পারেন না, আমরা যদি ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে আমাদের মার্কেট তৈরি করতে পারে তাহলে বাণিজ্যিকভাবে আমরাই সফল হবো। এছাড়া ভারত, ভুট্টান, নেপালকে আমাদের বন্দর ব্যবহার করতে দিলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। আমরা উন্নতির স্বার্থে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবো।
তিনি আরো বলেন, পুরো পৃথিবী এখন বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের মাধ্যমেই উন্নত হচ্ছে। আমরা ভারতে সাথে যেভাবে আমাদের বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছি, সেভাবে অন্যান্য দেশের সাথেও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারলে আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে।

অনলাইন আপডেট

আর্কাইভ