বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সাংবাদিক গোলাম আজাদ শ্যামলের ইন্তিকাল

কুমিল্লার মেঘনা উপজেলার দৈনিক আমার দেশের প্রতিনিধি এবং তরুণ সমাজকর্মী গোলাম আজাদ শ্যামল (৩২) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার রাতে মেঘনার গ্রামের বাড়ি বড় নয়াগাঁও মুন্সীবাড়ীতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। রাতেই তাকে রাজধানীর শেরে বাংলা নগর হৃদরোগ ইনস্টিটিউটে নেবার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সাংবাদিক শ্যামলের মৃত্যুতে মেঘনা উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক গোলাম আজাদ শ্যামলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিশিষ্ট সাংবাদিক শাহ আক্তারুজ্জামান, মো. ইসমাঈল হোসেন, মো. জসিম উদ্দিন মোল্লা, মো. হানিফ খাঁন, আলী হোসেন বাবুল, আবদুল মালেক, মাহমুদুল হাসান বিপ্লব, মোহাম্মদ আলী শাহীন, মো. কবির হোসেন এবং জাকির হোসেনসহ দাউদকান্দি, মেঘনা ও তিতাস প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম শ্যামলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। গতকাল সোমবার সকাল ১১টায় বড় নয়াগাঁও ঈদগাহ মাঠে মরহুমের নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাযে জানাযায় মেঘনা, দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ