শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দিল্লির ছোট ছোট দলগুলোকে শিক্ষা দেওয়া উচিত : অমিত শাহ

২৭ ডিসেম্বর, ইন্টারনেট : সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেস গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার জন্যও বিরোধীদের দায়ী করেছেন তিনি। ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, দিল্লির ছোট ছোট দলগুলোকে শিক্ষা দেওয়ার সময় এসেছে। উল্লেখ্য, আগামী বছরের শুরুতে দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

গত ১২ ডিসেম্বর নাগরিকত্ব আইন সংশোধনের পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভে-সহিংসতায় ২২ জনেরও বেশি নিহত হয়েছে। বিক্ষোভকারীরা আইনটিকে বৈষম্যমূলক বলে দাবি করলেও ক্ষমতাসীন বিজেপি’র অভিযোগ বিরোধী দলগুলো সদ্য প্রণীত আইন নিয়ে গুজব ছড়িয়ে সহিংসতায় উসকানি দিচ্ছে।

গত বৃহস্পতিবার দেশটির রাজধানীতে এক অনুষ্ঠানে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ‘নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে। কেউ (বিরোধী নেতারা) কিছু বললো না...একবার যেই বের(পার্লামেন্ট থেকে) হলো, তারা মানুষকে ভুল বোঝানো শুরু করলো’। তিনি বলেন, ‘আমি বলতে চাই কংগ্রেসের নেতৃত্বাধীন এসব ছোট ছোট দলকে শাস্তি দেওয়ার সময় এসেছে। শহরে সহিংসতার দায় তাদের। দিল্লির মানুষদের তাদের শাস্তি দেওয়া উচিত’।

অনলাইন আপডেট

আর্কাইভ