শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনার সরকারি সুন্দরবন কলেজে ফরম ফিলাপে বাড়তি টাকা নেয়ার অভিযোগ

খুলনা অফিস : খুলনা মহানগরীর সরকারি সুন্দরবন আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির ২য় বর্ষের ভর্তির ফরম ফিলাপের সময় বাড়তি ৩০ টাকা করে নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ফরম ফিলাপকালে একটি ফটোকপি কাগজ বাবদ এ বাড়তি টাকা নেয়া হচ্ছে। অনেকে এ বিষয়ে কলেজের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রশ্ন করেও কোন সদুত্তর পায়নি। বোর্ডের অনুমতি না থাকলেও বাড়তি এ টাকা ফরম ছাপানোর খরচ বাবদ নেয়া হচ্ছে বলে স্বীকার করেছেন কলেজ কর্তৃপক্ষ। 

কলেজের প্রধান অফিস সহকারী মি. মুন্না মুঠোফোনে জানান, ফরম ফিলাপকালে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বাড়তি ৩০ টাকা করে নেয়া হচ্ছে। ফটোকপি, ছাপাখানার টাকা এখান থেকেই পরিশোধ করা হয়। আর যা বাকী থাকবে সে টাকা যারা এ কাজে শ্রম দিচ্ছে তাদের চা নাস্তা খাওয়ার জন্য দেয়া হবে।  কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মো. মিজানুর রহমান বলেন, আগামী ২২ ডিসেম্বর ফরম ফিলাপের শেষ দিন। বাড়তি টাকা নেয়ার বিষয়ে আমার কিছু জানা নেই। এটা অফিসিয়াল বিষয়। তবে খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে।  কলেজের প্রিন্সিপাল প্রফেসর অভিজিৎ বসু বলেন, ফরমের ছাপা খরচ বাবদ বাড়তি ৩০ টাকা নেয়া হচ্ছে। এটা বোর্ডের অনুমোদন নেই। এটি খুবই ছোট খাটো বিষয় তাই সংবাদে না আসা ভালো।

অনলাইন আপডেট

আর্কাইভ