শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

উইন্ডিজের বিপক্ষে রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডব

স্পোর্টস ডেস্ক : ভিশাখাপত্তনমেতে রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডব। হিটম্যানের পাওয়ার হিটিংয়ে দিশেহারা সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চেন্নাইয়ে হেরে যাওয়া ভারত, তিন ম্যাচের ওয়ানডেতে সিরিজ বাঁচাতে লড়াই করছে।সিরিজ সমতায় ফেরার ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ভারত সেরা ওপেনার রোহিত শর্মা। ক্যারিয়ারের ২২০তম ওয়ানডেতে ২৮তম সেঞ্চুরি তুলে নিয়েছেন রোহিত। উদ্বোধনীতে ব্যাটিংয়ে নেমে ৪৩.৩ ওভার পর্যন্ত ব্যাটিং করেন তিনি। লম্বা সময় ব্যাটিং করে ১৩৮ বল খেলে ১৭টি চার ও ৫টি ছক্কায় ১৫৯ রান করে ফেরেন রোহিত।

টস হেরে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলের সঙ্গে ৩৭ ওভারে ২২৭ রানের জুটি গড়েন রোহিত। এই জুটিতেই জোড়া সেঞ্চুরি তুলে নেন ভারতীয় এ দুই ওপেনার। ক্যারিয়ারের ২৫তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে সাজঘরে ফেরেন রাহুল। সাজঘরে ফেরার আগে ১০৪ বলে ৮টি চার ও তিন ছক্কায় ১০২ রান করে ফেরেন তিনি। সেঞ্চুরি তুলে রাহুল ফিরে গেলেও তিন অঙ্কের ফিগার গড়ার পর স্কোর লম্বা করতে ব্যাটিং তাণ্ডব অব্যহত রাখেন রোহিত শর্মা। ১০৬ বলে সেঞ্চুরি পূর্ন করা ভারতীয় এ ওপেনার সাজঘরে ফেরার আগে খেলেন ১৩৮ বলে ১৫৯ রানের ঝকঝকে ইনিংস।

অনলাইন আপডেট

আর্কাইভ