মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

নারায়ণগঞ্জ শহরের ফুটপাতকে হকার মুক্ত রাখতে পুলিশের বিশেষ অভিযান

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারাণনগঞ্জ শহরের ফুটপাতকে হকার মুক্ত রাখা এবং অবৈধ পাকিং বন্ধ করার জন্য জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার মনিরুল ইসলামের নেতৃত্বে প্রায় দুইশ পুলিশ এ অভিযানে অংশ নেয়। এ সময় ফুটপাতে বসে থাকা হকারদের উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে পার্কিং করা কয়েকটি মটর সাইকেল ও মাইক্রোবাস আটক করা হয়। পরে পুলিশ সুপার জানান, শহরে দুইদিন হকার ফুটপাতে বসার বিষয়টি সিটি করপোরেশন এবং জেলা প্রশাসনের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া হতে ২ নং রেল গেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে ফুটপাত ও হকার মুক্ত করার জন্য নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। ইহাতে ট্রাফিক পুলিশ, সদর থানার অফিসার ও লাইন হতে ফোর্স অংশগ্রহন করে। অভিযানকালে ফুটপাতে বসা অবৈধ হকারগণকে উচ্ছেদ করা হয় এবং রাস্তায় অবস্থানরত অবৈধ গাড়ী পার্কিং করা, মটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সমূহ আটক করা করিয়া তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া অভিযান পরিচালনা কালে রাস্তার পাশে বর্ধিত দোকানের অংশসমূহ সরিয়ে ফেলার জন্য কঠোর নির্দেশ দেয়া হয় এবং কারো দোকানের সামনে ফুটপাতের আঙ্গিনায় হকার বসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরবর্তীতে রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকানসমূহ অপসারণের পর চাষাড়ায় শহীদ মিনার প্রাঙ্গণে ভারপ্রাপ্ত পুলিশ সুপার প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। ব্রিফিং কালে তিনি বলেন, সড়ক হকার মুক্ত করার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে মেয়র ও জেলা প্রশাসকের সহিত আলোচলা করা হয়েছে। যাতে সু-শৃঙ্খলভাবে রাস্তায় গাড়ী ও ফুটপাতে পথচারী চলাচল করতে পারেন তার সু-ব্যবস্থা করা হচ্ছে। তিনি আশা করেন অল্প সময়ের মধ্যেই এই হকার সমস্যার সুষ্ঠু সমাধান হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ