শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা সফল হোক

চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম চ্যাপ্টার। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা সফল হোক’’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তাগণ বলেন, তরুণ প্রজন্ম মানুষের অধিকার রক্ষায় অনেক সৌচ্চার। তাদের অভিযাত্রাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে মানবাধিকার কর্মীদের বিশেষ ভূমিকা রাখতে হবে।স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, অধিকার, কর্তব্য ও দায়িত্ব সচেতনতা ছড়িয়ে দিতে হবে। তবেই সুন্দর নির্যাতন ও বৈষম্য মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। গতকাল সোমবার ০৯/১২/২০১৯ইং দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবনে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন বি.এইচ.আর.এফ চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক (অর্গানাইজিং) এডভোকেট এ.এম জিয়া হাবীব আহ্সান, এডভোকেট জান্নাতুল নাঈম (রুমানা), এডভোকেট এ.এইচ. এম. জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এডভোকেট প্রদীপ আইচ দীপু, এডভোকেট দেওয়ান ফিরোজ আহমদ, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, মিডিয়া উইংস এরশাদ আলম  ও কাসিফ মাহমুদ শান্তনু চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ