বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

কলাপাড়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার শেষ বিকালে কলাপাড়া কচিমুখ নাট্যাঙ্গন কনা’র আয়োজনে পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে শ্রদ্ধ্রাঞ্জলী, প্রতিকী চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলেট,  কলাপাড়া উপজেলা যুবলীগের সহ-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর প্রতীকি অভিনয় করেন কচিমুখ নাট্যাঙ্গন’র শিশু অভিনেতা ও অভিনেত্রীরা এবং বক্তব্য উপস্থাপন করেন শিশু শিক্ষার্থী ফাবিয়া আক্তার যোয়া। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কনা’র নির্বাহী পরিচালক আতিকুর রহমান মিরাজ ।
এছাড়া সামাজিক বন্ধনভিত্তিক সংগঠন গৌরবজ্জ্বল-৯৯ ব্যাচের উদ্দ্যেগে স্থানীয় মিনিমার্কেটে বেসরকারী টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান পরিচালিত প্রামান্যচিত্র ”মুক্তিযুদ্ধের ইতিহাস“ চলচ্চিত্র প্রদর্শিত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ