শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চবি শিক্ষার্থী খেলোয়াড়দের ভিসি সাথে সৌজন্য সাক্ষাৎ

নেপালের কাঠমান্ডু-পুখারা তে অনুষ্ঠিত (১ -১০ ডিসেম্বর) ১৩ তম সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস)-এর ‘খো খো’ ইভেন্টে বাংলাদেশ দল অংশগ্রহণ করে রৌপ্য পদক অর্জন করার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ দলের এ ইভেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগের তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত তিনজন শিক্ষার্থী  গতকাল ৮ ডিসেম্বর ২০১৯ দুপুর ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে ভিসির অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মোয়াজ্জেম হোসেন, উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জালাল এবং জনাব মোহাম্মদ শোয়াইব উপস্থিত ছিলেন।
ভিসি বাংলাদেশ দলের হয়ে এস এ গেমস এর খো খো ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এ পদক প্রাপ্তি বাংলাদেশের জন্য যেমন গৌরবের তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্যও অত্যন্ত আনন্দের। ভিসি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, ক্রীড়া, সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কর্মকান্ডে অধিকতর অংশগ্রহণ করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ