শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রাজনৈতিক দলের খবর

বিএনপি
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানকে হত্যার উদ্দেশ্যে গত শুক্রবার রাতে বোয়ালখালীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা গাড়ীবহরে হামলা ও ভাংচুর ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার ৩০ ডিসেম্বর শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মোস্তাক আহমদ খান, বোয়ালীখালী পৌর মেয়র আবুল কালাম আবু।
পবার পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আজ বিকেল ৪ টায় পারিলা হাটে এ উপলক্ষে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও নওহাটা পৌর মেয়র আলহাজ্ব শেখ মোহাম্মদ মোকবুল হোসেন, জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শাজাহান আলি, আব্দুর রাজ্জাক ও মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন।
আওয়ামী লীগ
আগৈলঝাড়া (বরিশাল): আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সুনীল কুমার বাড়ৈকে সভাপতি ও আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার বিকেলে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
নেজামে ইসলাম পার্টি
পটুয়াখালী: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিয়মিত সাপ্তাহিক সভায় গৃহীত এক প্রস্তাবে  আবারো গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে বলা হয়েছে,  এতে বর্ধিত মূল্য ক্রেতা সাধারণকে বহন করতে হবে।  ব্যবসা-বাণিজ্যসহ  সর্বক্ষেত্রে নানামূখি নেতিবাচক প্রভাব ফেলবে। মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যসামগ্রীর উৎপাদন ব্যয় বাড়বে। ফলে দেশীয় বাজারে সমজাতীয় বিদেশী পণ্যের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং বিশ্ববাজারে রপ্তানির সুযোগ সঙ্কুচিত হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য ক্রমশঃ উর্ধ্বগতির সাথে গ্যাসের এই মূল্যবৃদ্ধি নি¤œ মধ্যবিত্তদের ব্যয় সংকুলানে হিমশিম খেতে হবে। 
সিপিবি
‘গদি-নীতি-ব্যবস্থার’ পরিবর্তনে বাম-গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করার আহবান জানিয়ে সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেছেন, দেশে সর্বক্ষেত্রে সিন্ডিকেট। সিন্ডিকেটই এখন সবকিছু নিয়ন্ত্রণ করে। আর এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতারা। তাই শুধু গদির বদল বা ক্ষমতার বদল করলেই সিন্ডিকেট ভাঙবে না। বিদ্যমান ব্যবস্থা বহাল রেখে জনগণের মুক্তি আসবে না। প্রয়োজন ‘গদি-নীতি-ব্যবস্থার’ পরিবর্তন। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ দাবিতে কমিউনিস্ট পার্টি কোতোয়ালী থানার পদযাত্রা শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ