শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিশ্বকাপের জন্য ভারত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ১৭ জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠবে অনূর্ধ্ব ১৯ এর ওয়ানডে বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছে ভারত। সোমবার প্রিয়ম গার্গের কাঁদে দায়িত্ব দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব চাঁদ জুরেলকে সহ অধিনায়ক করা হয়েছে। ব্যাকআপ উইকেটরক্ষক হিসাবে রাখা হয়েছে কুমার কুশগরাকে। মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। তাকেও রাখা হয়েছে এই স্কোয়াডে। এবারের যুব বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেবে। দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপটিতে ভারতের সঙ্গী শ্রীলঙ্কা, জাপান ও নিউজিল্যান্ড। যুব বিশ্বকাপের গত আসরে পৃথ্বী শর নেতৃত্বে শিরোপা জিতেছিলো ভারত। নিউজিল্যান্ডের মাটিতে সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে তারা।

ভারত স্কোয়াড : প্রিয়ম গার্গ (অধিনায়ক), ধ্রুব চাঁদ জুরেল (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, তিলক বার্মা, দিব্য়ানশ সাক্সেনা, সাক্ষাত রাওয়াত, দিব্যানশ যোশী, শুভাং হেগড়ে, রবি বিষ্ণেই, আকাশ সিং, কার্তিক যোগি, অথর্ব আনকোলেকার, কুমার কুশগরা (উইকেটরক্ষক), সুশান্ত মিশ্র ও বিদ্যাধর পাতিল।

অনলাইন আপডেট

আর্কাইভ