শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পেটে গুলী করে ফিলিস্তিনী কিশোরকে হত্যা করলো ইসরাইল

৩০ নবেম্বর, ইন্টারনেট : দখলদার ইসরাইলী বাহিনীর গুলীতে ১৬ বছরের এক ফিলিস্তিনী কিশোর প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত শুক্রবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনুসের কিশোর ফাহাদ আল আসতালকে পেটে গুলি করে হত্যা করে ইসরাইলের সেনারা।

টানা এক যুগের ইসরাইলী অবরোধে পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারে রূপান্তরিত হয়েছে গাজা উপত্যকা। অবরোধ প্রত্যাহারের দাবিতে গত বছর থেকে সীমান্তে প্রতি শুক্রবার সাপ্তাহিক বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত সেখানকার বেসামরিক অঞ্চলে ইসরাইলী সেনাদের গুলীতে ৩৪৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।

ইসরাইলী সীমান্তে গত শুক্রবারের সাপ্তাহিক বিক্ষোভ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছিল। স্থানীয়রা জানিয়েছে, তবে সেখানে কিছু ফিলিস্তিনী যুবক জড়ো হয়েছিল। পরে তাদের লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলী বাহিনী। ইসরাইলী সেনাসূত্র জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। গাজার শাসক দল হামাসের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের ব্যবহার করে হামলা চালানোর অভিযোগ করছে ইসরাইল। ২০০৮ সালের পর থেকে হামাস ও ইসরাইলের মধ্যে এ পর্যন্ত তিনটি যুদ্ধ হয়েছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ