শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কাজীপুরে ইউএনও’র নির্দেশ উপেক্ষা করে ধান কর্তন

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : কাজীপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের বরশিভাঙ্গা গ্রামের বরশিভাঙ্গা মজার একটি বিতর্কিত জমির ধান ইউএনও’র নির্দশ উপেক্ষা করে কর্তন করা হয়েছে। ফলে পক্ষদ্বয়ের মধ্যে আবারও উত্তেজনা বাড়ছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বরশিভাঙ্গা গ্রামের আঃ রহমানের স্ত্রী সাবিহা রহমান একই গ্রামের আঃ হাই বুদ্ধুর  থেকে ১৯৮৭ সালে একটি জমি কবলা রেজিস্ট্রি করে নেয়। সেই থেকে তারা ঐ জমিতে চাষাবাদ করে আসছিল। সম্প্রতি আঃহাই বুদ্ধুর স্বজনরা ঐ জমির অংশ বিশেষ  নিজেদের দাবি  করে অনাধিকার প্রবেশের চেষ্ঠা করে।এতে সাবিরার লোকজন মিমাংসার লক্ষ্যে কাজীপুর উপজলা নির্বাহী কর্মকর্তার বরাবর দরখাস্ত করে।নির্বাহী কর্মকর্তা বিতর্কিত জমির ধান কোন পক্ষকে না দিয়ে স্থানীয় মসজিদ কমিটির লোকজনকে কর্তন করে  নিজেদের হেফাজতে রেখে স্থানীয় মিমাংসার জন্য আগামী ২৮ ডিসেম্বর উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেন। এদিকে সাবিহার অভিযোগ প্রতিপক্ষ ইউএনও’র  নির্দেশ না মেনে বুদ্ধুর স্বজনরা যথাক্রমে আমানুল্লাহ, বিদ্যুৎ, জহুরুল সহ তাদের সহযোগিরা মিলে গত ২১ নবেম্বর সাবিহাদের  রোপিত জমির ধান কর্তন করে নিয়ে যায়। এবিষয়ে সাবিহার লোকজন আবারও কাজীপুর থানা ও নির্বাহী কর্মকর্তাকে অবগত করার পর নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাজীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে  অনাকাঙ্কিত ঘটনা রোধ  উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশনা দিয়েছেন। তবে এঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ