শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. আক্তার হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার  সকালে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাঃ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার চরলরেন্স গ্রামের শাহে আলমের মেয়ে বিবি সাজুর সাথে একই এলাকার আক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আক্তার হোসেন যৌতুকের দাবিতে তার স্ত্রী সাজুকে বিভিন্ন সময়ে নির্যাতন করেন বলে অভিযোগ ছিল। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের এক পর্যায়ে স্ত্রী সাজুকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আক্তার হোসেন। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারী নিহতের বাবা বাদি হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। 

 

পুলিশ তদন্ত শেষে আক্তার হোসেনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৮ জনের সাক্ষ্যগগ্রহন শেষে বৃহস্পতিবার রায় প্রদান করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আক্তার হোসেন কমলনগর উপজেণার চরলরেন্স গ্রামের বেচু ব্যাপারীর ছেলে।

অনলাইন আপডেট

আর্কাইভ