বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

হা সি পা য়

ফুটপাতে এক হকার সুরে সুরে আওয়াজ দিচ্ছে। ইঁদুর-তেলাপোকা মারার অষুধ। একেবারে খাঁটি বিষ। খাওয়ার সাথে সাথে চিত্তাইয়া ভেটকাইয়া পইড়া মইরা যাইবো। এই  ইঁদুর-তেলাপোকা মারার ওষুধ! লইয়া লইয়া যান লইয়া যান। বিফলে মূল্য ফেরত। এমন সুরে সুরে গান শুনে এক ভদ্রলোক কাছে গিয়ে জিজ্ঞেস করছে। ঐ মিয়া খাঁটি বিষ তো! ইঁদুর মরবো তো?
হকার : স্যার একদম খাঁটি বিষ। বিশ্বাস না হয় আপনি একটু খাইয়া দেখতে পারেন।
সংগ্রহে : রাসেল আহমেদ, আমিনবাজার, ঢাকা

অনলাইন আপডেট

আর্কাইভ