শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভারতে প্রতিদিন ৯৬ শিশু নিগ্রহের শিকার!

২০ নবেম্বর, আজকাল :  ভারতে প্রতিদিন ৯৬ জন শিশু নিগ্রহের শিকার হয়। যৌন হেনস্থার শিকারও হতে হয়। এমনই ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে এনেছে নির্যাতনের বিরুদ্ধে দেশটির জাতীয় অভিযানের সংস্থা (এনসিএটি)। রিপোর্টে উঠে এসেছে, অন্তত ৪ লাখ শিশু থাকে শিশু সুরক্ষা সংস্থাগুলিতে। রিপোর্টে উঠে এসেছে, শিশু নিগ্রহের তালিকায় শীর্ষে মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে আছে অসম। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে ভারতে বছরে অন্তত ৩৪৯৮০ জন শিশু নিগ্রহ এবং যৌন হেনস্থার শিকার হয়। দিন হিসেবে সংখ্যাটা ৯৬। রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালে মধ্যপ্রদেশে শিশু নিগ্রহের পরিমাণ সবচেয়ে বেশি। সংখ্যাটা পৌঁছেছে ১৬৩৮-য়ে। দুইয়ে অসম। সংখ্যা ১১২৭। তিনে আছে মহারাষ্ট্র (৩৭৭)। চারে ছত্তিশগড় (৩৭০)। পাঁচে আছে উত্তরপ্রদেশ। যোগীর রাজ্যে শিশু নিগ্রহের সংখ্যা (২৪৪)। তামিলনাড়ুতে নিগ্রহের সংখ্যা ১৭৯। কেরলে ১৭৮। রাজধানী দিল্লিতে সংখ্যাটা ৯৭। অন্ধ্রপ্রদেশে নিগ্রহের সংখ্যা ১২০।

অনলাইন আপডেট

আর্কাইভ