ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

তিউনিশিয়ার ইসলামপন্থী নেতা ঘানুশি স্পিকার নির্বাচিত

সংগ্রাম অনলাইন ডেস্ক: তিউনিশিয়ার ইসলামপন্থী দল আন-নাহদা'র প্রধান রশিদ ঘানুশি সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল সংসদ সদস্যদের ভোটে তিনি এই পদের জন্য নির্বাচিত হন। ঘানুশি ১২৩ ভোট পেয়েছেন।

আন-নাহদা প্রধানমন্ত্রী পদের জন্য আজ তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানা গেছে।

তিউনিশিয়ার ইসলামপন্থী দল আন নাহদা সর্বশেষ সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আাসন পেয়েছে। দলটি নির্বাচনে ২১৭টি আসনের মধ্যে ৫২টিতে জয়লাভ করে। তবে তারা ২০১৪ সালের পার্লামেন্ট নির্বাচনের চেয়ে ১৭টি আসন কম পেয়েছে। সংসদ নির্বাচনে মিডিয়া মুঘল নাবিল কারুইর সদ্য গঠিত কালব তিউনিস (হার্ট অফ তিউনিসিয়া) দল ৩৮টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রবল গণআন্দোলনে ২০১১ সালের জানুয়ারি মাসে বেন আলী সরকারের পতন ঘটে এবং সাবেক এ স্বৈরশাসক স্বপরিবারে সৌদি আরবে পালিয়ে যান। এরপরের সাধারণ নির্বাচনে ইসলামপন্থী আন-নাহদা দল বিজয়ী হয়ে সরকার গঠন করে। এরপর ফিলিস্তিনের সঙ্গে দেশটির সরকারের সম্পর্ক জোরদার হয়। সে সময় ঘানুশি বলেছিলেন, তারা কখনোই দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না।#

অনলাইন আপডেট

আর্কাইভ