বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিপুল পরিমাণ জাটকা জব্দ

গত ১৩ নবেম্বর ২০১৯ রাতে পৃথক দুইটি অভিযানে ভোলা জেলার সদর থানাধীন মেঘনা নদীর ইলিশাঘাট এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি তাসরিফ-১ এবং এমভি ফারহান-৪ লঞ্চ তল্লাশি করে ৮০০ কেজি জাটকা এবং বরিশালের সাহেবেরহাট ও লাহারহাট এলাকা থেকে ৫টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি বেইস ভোলা ও বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সর্বমোট ১২০০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪,২০,০০০/০০ টাকা। পরবর্তীতে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এতিমখানা, মাদরাসা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমনে ও জাটকা রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

 

 

 

 

অনলাইন আপডেট

আর্কাইভ