শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দ্বিতীয় রাউন্ডে উদয়বীর ও হাইওয়ানের জয়

স্পোর্টস রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে গতকার বৃহস্পতিবার বালক এককের দ্বিতীয় রাউন্ড, বালক দ্বৈত এবং বালিকা দ্বৈত’র প্রথম রাউন্ড ও বালিকা একারের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। কোন বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের উদয়বীর সিংহ ৬-০, ৬-০ সেটে অস্ট্রেলিয়ার ধ্রুব ভারমাকে, জাপানের নাথান আকিরা মাতসুগুমা ৬-৪, ৬-৩ সেটে ভারতের আকর্ষিত মহাজনকে, ভারতের আদিত্য বর্ধণ রায় চৌধুরী ৬-২, ৬-২ সেটে বাংলাদেশের মোহাম্মাদ রানাকে, ভারতের ইউভান নানদাল ৬-৩, ৬-৩ সেটে স্বদেশী ওম্যানস চৌধুরী সারিয়াকে হারায়। এ ছাড়া চাইনিজ তাইপের চিয়া চিহ লিন ৬-৩,৬-২ সেটে ভারতের প্রিয়াংসু চৌধুরীকে, ভারতের অনর্ঘ গাঙ্গুলি ৬-২, ৫-৫, ৭-৬(২) সেটে স্বদেশী সুবাস পরমাদাসমকে, চীনের হাও দা জিয়াং ৭-৬ (১০-৮), ৬-২, সেটে ভারতের ঋতেশ বাল্মিকিকে, জাপানের রিও মুরাকামি ৩-৬, ৬-২, ৬-৪ সেটে চীনের চিবিন ইয়াংকে পরাজিত করে।

বালক দ্বৈতের প্রথম রাউন্ডে জাপানের তাকুযা কবাইয়াসি ও নাথার আকিরা মাদসুগুমা জুটি ৭-৫, ৭-৬ (৫) সেটে অস্ট্রেলিয়ার খ্রিস্টিয়ান কেয়ার ও ভারতের আরিয়ান মিটালকে জুটিকে হারায়। ভারতের প্রিয়াংসু চৌধুরী ও তোরাস রায়াত ৬-২,৬-৪ সেটে ভারতের ক্রিসকেয়ার ও বাংলাদেশের মো. ইমন ইসলামকে জুটিতে পরাজিত করে। জাপানের রিও মুরাকামী ও গাতুকা তানাকা জুটি ৬-৪, ৬-৪ সেটে ভারতের আরিয়ান ভট্টাচার্য ও ওয়েট ওব্রন জুটিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নিত হয়েছে। 

 বালিকা এককের খেলায় চীনের হাওইয়ান উ ৬-২,৬-২ সেটে মালেশিয়ার হুই ই সুকে, ভারতের অর্ণি রেড্ডি এ্যালু ৬-২, ৭-৬(৭) সেটে চীনের ইওয়েদান ঝুকে, ভারতের স্বেতা সামন্ত ৭-৫, ৬-০ সেটে স্বদেশী লক্ষ্মী গৌড়াকে হারায়। এ ছাড়া চীনের ম্যাংকি লি ৬-৪,৬-২ সেটে ভারতের ঋদম আসওয়ালকে, ভারতের হেতবী চৌধুরী ৬-২, ৬-১ সেটে স্বদেশী তৃপাটিকে, ভারতের মৈত্রী দিক্ষা রাউত ৬-১, ৬-২ সেটে স্বতভিশা ঘোষকে পরাজিত করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ