শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কবি আমিন আল আসাদ-এর ৫২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

কবি আমিন আল আসাদ-এর ৫২ তম জন্মদিন উপলক্ষে একক কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কবির পারিবারিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠন কথাকাব্য ফাউন্ডেশন-এর উদ্যেগে গত ২৫/১০/২০১৯ ইং তারিখ শুক্রবার বিকালে।  ঢাকা বিশ^বিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক, লালকুঠি দরবার শরীফের পীর ও লালকুঠি সাহিত্য পরিষদ সভাপতি জনাব আহসানুল হাদী সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালিন বাংলা সাহিত্যে ইতিহাস গবেষণায় ও প্রাচীন বাংলাভাষা নাগরী সহ পুঁথিসাহিত্যের পুনরুজ্জীবন ও পুনরালোচনার উদ্যোক্তা সুসাহিত্যিক ও ইতিহাসবিদ আশরাফুল ইসলাম।  বাংলাদেশ ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা তরুণ সাহিত্য সাংস্কৃতিক কর্মী আখলাকুল আম্বীয়ার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক অর্থবীমা পত্রিকার সম্পাদক ছড়াশিল্পী ও কবি আতিক হেলাল, কবি সংগঠক ও আবৃত্তিশিল্পী আহমদ বাসির, অধ্যাপক জাহাঙ্গির আলম, ডাঃ এজাজুল করিম চৌধুরী, কবি রহমান মাজিদ প্রমুখ। স্বাগত ভাষণ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শেখ জাহিদ, আরিফুল করিম চৌধুরী এবং ক্বারী ও কন্ঠশিল্পী হাবিবুর রহমান।

কবির লেখা বই থেকে কবিতা পাঠ করে যথাক্রমে ডা.এজাজুল করিম চৌধুরী, আখলাকুল আম্বীয়া, নাবীলা করিম চৌধুরী, ইফতা করিম চৌধুরী, অহনা করিম চৌধুরী ও ইশরাকুল করিম চৌধুরী। কবি আমিন আল আসাদ অনুভূতি ব্যক্ত করেন এবং নিজের কবিতা পাঠ করেন।  Ñমিনহাজুল আলম মিজু

 

অনলাইন আপডেট

আর্কাইভ