শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাজনৈতিক দলের খবর

বিএনপি
ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ জেলার দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত। যেকোন সময় ঘোষণা করা হবে এই তিন শাখার কমিটি। গত রোববার সন্ধ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দলীয় সূত্র জানায়, দীর্ঘসময় ধরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন। অথচ দলের নেতাকর্মীরা নেত্রীর মুক্তি দাবিতে রাজপথে আন্দোলনের ঢেউ তুলতে পারছে না। যা বিএনপির মত বড় দলের চূড়ান্ত দুঃসময়ের বহিঃপ্রকাশ। ফলে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়েই চলছে ময়মনসিংহ বিএনপির কমিটিগুলোর কার্যক্রম।
পাবনা
পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। ২ নভেম্বর পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডের মাধ্যমে জানানো হয়েছে চাটমোহর উপজেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে মনোনীত হলেন- আহ্বায়ক ঃ কে এম আনোয়ারুল ইসলাম। সদস্য- সচিব, এইচ ইসলাম হীরা। যুগ্ম- আহবায়ক,অধ্যক্ষ মাহমুদুল ইসলাম মাহমুদ অধ্যক্ষ আঃ রহিম কালু, রবিউল করিম তারেক, ভিপি সেলিম রেজা, সিদ্দিকুর রহমান বিশ্বাস। অপরদিকে পৌর আহবায়ক হিসেবে দলীয় প্যাডের মাধ্যমে পৌর বিএনপি’র আহ্বায়ক হিসেবে মনোনীত করেছেন- আহ্বায়ক- মোঃ আসাদুজ্জামান আরশেদ, সদস্য- সচিবঃ আরজ খাঁন। যুগ্ম- আহ্বায়কঃ সাইদুর রহমান,আবু তালেব প্রামানিক,আনোয়ার হোসেন মাসুম।
আওয়ামী লীগ
সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, অধ্যাপক ডা. হাফিজা সুলতানা প্রমুখ। এ ছাড়া সভায় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শার্শা (যশোর): যশোরের শার্শায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  চার নেতার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার শার্শা উপজেলা পরিষদ সভা কক্ষে জেল হত্যা দিবস অনুষ্ঠিত হয়েছে। জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। জেলহত্যা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

অনলাইন আপডেট

আর্কাইভ