বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ভারত যাচ্ছে নারী বাস্কেটবল দল

স্পোর্টস রিপোর্টার: ডিসেম্বর মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস)। এই গেমসে অংশ নিবে বাংলাদেশ নারী বাস্কেটবল দল। আসন্ন এই গেমসের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে বাংলাদেশ দলকে ভারতের পশ্চিমবঙ্গে পাঠানো হবে। সেখানে তারা পশ্চিমবঙ্গের কোচদের কাছ থেকে প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলবে। বাংলাদেশ নারী বাস্কেটবল দলের এই সফরে তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। গতকাল মঙ্গলবার দুপুরে এই সফর সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয় বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী বাস্কেটবল দল। ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তারা ভারতের পশ্চিমবঙ্গে অনুশীলন, প্রশিক্ষণ গ্রহণ ও প্রস্তুতি ম্যাচ খেলবে। ২১ নভেম্বর দেশে ফিরে আসবে। এই সফরে বাংলাদেশ দল ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

অনলাইন আপডেট

আর্কাইভ