বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

জেএমবি সদস্যের ৩ বছরের কারাদণ্ড

ভ্রাম্যমান প্রতিনিধি: সিরাজগঞ্জে এক জেএমবি (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশে) সদস্যকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম নূর ইসলাম সাগর (২২)। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শিশু আদালত-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। আদালতের নাজির রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ৩১ অক্টোবর নূর ইসলাম সাগরসহ পাঁচ জন জেএমবি সদস্য বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে রাজশাহী থেকে ধুমকেতু ট্রেনে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে  র‌্যাব-১২ সদস্যরা তাকে তল্লাশি করেন। তখন তাদের কাছ থেকে চারটি টাইম বোমা, ডেটোনেটর, পাওয়ার জেল, পাওয়ার রেগুলেটর ও ক্লিপ টাইপ সার্কিটসহ ৪৭টি বই উদ্ধার করা হয়।
এ ঘটনায়  র‌্যাবের ডিএডি রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের জিআরপি থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, জেএমবি সদস্যরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে সিরাজগঞ্জ এসেছিল। নূর ইসলাম সাগর তখন অপ্রাপ্ত বয়সের থাকায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচারের জন্য শিশু আদালতে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক শিশু আইন ২০১৩ এর বিধান মতে অভিযুক্ত নূর ইসলাম সাগরকে তিন বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ