শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বুয়েটে এবার ১৭ আবরার

শিক্ষাঙ্গন রিপোর্ট : বুয়েটের ১৭ ব্যাচের 'আবরার' নিহত হবার পর এবার ১৭ জন আবরার বুয়েটে সুযোগ পেয়েছে। এমনকি প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীর নামও আবরার। হত্যা, নামের মিল থাকতেই পারে। তাই বলে ১৭ জন? আসলেই অবাক করবার মতো ঘটনা।
২০১৯ সালের ভর্তি পরীক্ষায় প্রথমস্থান অধিকারী কাজী আবরার মাহমুদ ছাড়াও যারা মেধাতালিকায় নির্বাচিত হয়েছেন :
আবরার আশ শহীদ আবির (৬৬তম), আবরার মো. মাহির (৮২তম), আবরার মাহমুদ (১৯৩তম), কাজী আবরার মাহমুদ (২৪২তম), মো. আবরার জাহিন (২৯২তম), আবরার ফাইয়াজ ইরাম (৩০১তম), আবরার জাহিন নিলয় (৩১৪তম), মো. আবরার জাহিন চৌধুরী (৩৪৫), আবরার মিশকাত (৪৭৮তম), আবরার আহমেদ (৬৭০তম), আবরার ফাইয়াজ মাহবুব নাশিক (৭৪৮তম), আবরার হামিম মাসিহ (৮৪৭তম), মোস্তফা আবরার মাহির (৯১৪তম), আবরার বিন সালাহ উদ্দিন (৯৩০তম)।
অপেক্ষমান তালিকায় নির্বাচিত হয়েছেন:
মো. মাহির আবরার খান (১০৫৪তম), আবরার আবদুল্লাহ দিয়াম (১০৭২তম)
আবরার। তার নামের অর্থই হলো পুণ্যবান। একই বছরে এতো আবরার বুয়েটে চান্স পেলেন কী করে তা অনেককে ভাবাচ্ছে বৈকি।

অনলাইন আপডেট

আর্কাইভ