শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

র‌্যাব সেজে ‘ডাকাতি’ করতেন তারা

স্টাফ রিপোর্টার : রাজধানীতে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, যারা র‌্যাবের সাজ-সজ্জা নিয়ে মানুষের কাছ থেকে টাকা ও মালামাল হাতিয়ে নিতেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেফতাররা হলেন, হারুন-অর রশীদ, আলম খান ও আব্দুর রহমান। বুধবার বিকালে রাজধানীর খিলক্ষেতের তালেরটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, তাদের কাছ থেকে র‌্যাব লেখা ৬টি জ্যাকেট, একটি ছুরি, একটি বেতার যন্ত্র, একটি হাতকড়া, ৫০০ ইয়াবা, একটি খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। “তারা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ব্যাংক কিংবা প্রতিষ্ঠানে আগত টাকা বহনকারী কিংবা ঢাকা উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করে তাদের পিছু নেয়। ওই ব্যক্তি নির্জন স্থানে গেলে অথবা গাড়িতে উঠলে তাকে আটকে র‌্যাবের পরিচয় দিয়ে গাড়িতে তুলে অবৈধ অস্ত্র ও মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে সেই ব্যক্তিকে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়।” গ্রেফতার হারুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি ডাকাতির মামলা ও দুটি অস্ত্র মামলা এবং আলমের বিরুদ্ধে দুটি ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় দুটি মামলা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

 

অনলাইন আপডেট

আর্কাইভ